1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

এনসিপি প্রতীক পাচ্ছে শাপলা কলি , গেজেট প্রকাশ

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য ‘শাপলা কলি’ প্রতীক নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচনী প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

তালিকায় নতুন করে চারটি প্রতীক সংযুক্ত করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য ১১৫টি প্রতীক চূড়ান্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক রাখা হয়নি। পাশাপাশি স্থগিত রাখা হয় আওয়ামী লীগের নৌকা প্রতীক। আর জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়।

প্রসঙ্গত, দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে এনসিপি। রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন আটকে আছে এই ইস্যুতে। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হবে। কিন্তু প্রতীক ইস্যুতে নিজ নিজ অবস্থানে অনড় ছিল এনসিপি ও নির্বাচন কমিশন।
সূত্র খবরের কাগজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com