Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এপিটাফ ||আব্দুল মতিন

এপিটাফ ||আব্দুল মতিন 

দূর্বা ঘাসের গালিচায়, হিজল,বরুণ,করচের
ফুলের হাসি দেখতে দিও। খোলা রেখো দক্ষিণের আকাশ। সাগরের বাষ্পের সাথে উড়ে আসে আমার অচিন পাখি। 

      
       এই পৃথিবীর ক্যাম্পাসে একদিন যাঁঁর সঙ্গী  ছিল মানুুষ,প্রজাপতি, আকাশ, মেঘ,কবিতা।
প্রিয় ছিল পাখিদের কলকাকলি,তোমাদের ভালবাসা।

সন্ধ্যায় শিশুদের  বর্ণমালা পাঠে আমাকে পাবে। জন্মান্ধ পৃথিবীতে ক্ষীণ আলো নিয়ে এসেছিলাম একদিন। আজো সাড়া দেই সুখে,দ্রোহে,বেদনায়।ক্ষুধাহীন  একাকী জীবনে..। 


রাতের নিরবতায় আড্ডা হতো দান্ত,বোদ লেয়ারের সাথে। সময় কাটতো লোরকা, ফের্নান্দ পেসোয়ার,নেরুদা,জীবনান্দ,মার্কেস,সুনীল,রবীন্দ্রনাথ,নজরুলের সাথে।

তাই, রাতের নিরবতায় অনন্ত লোকালয়ে তোমার পাশেইতো আমি। বুঝতে পারো কিন্তু দেখতে পারনা অসীম অপারগতায়।

    
        আমি ছায়ায় হাসি তোমার অক্ষমতা দেখে। স্বপ্নে তোমাকে হাসাই। বুঝতে দেইনা কত আগে নিয়েছি  বিদায় মর্ত্যের  আগুন থেকে। নিরব শাদা কাশফুলের শরতে। 
Exit mobile version