Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এবার বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত থেক শুক্রবার ভোররাতে শহিদুল ইসলাম (১৪) নামে আবারো এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এ বিষয়ে পোরশার নীতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার রহমতউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ শুক্রবার ভোররাতে উপজেলার কাটাপুকুর গ্রামের জাহের আলীর ছেলে শহিদুল ইসলাম ২৩১/৫এস নম্বর পিলারের কাছে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ভারতের মালদা জেলার ক্যাদারীপাড়া ৬০ বিএসএফের একদল টহলদল তাকে ধরে নিয়ে যায়। সকালে এ ঘটনা জানাজানি হলে নীতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার বাংলাদেশি ওই কিশোরকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য ভারতের ক্যাদারীপাড়া বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বেলাসাড়ে ১১টার দিকে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, গত বুধ ও বৃহস্পতিবার ভোররাতে জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে চার বাংলাদেশি গরু ব্যাবসায়ীকে ধরে নিয়ে যায় বিএসএফ। তাদেরকে এখন পর্যন্ত ফেরত দেয়নি তারা।

Exit mobile version