Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এভারেস্টে ৩ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ-১

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: এভারেস্টে গত দুইদিনে তিন পর্বতারোহী মারা গেছে এবং আরো একজন নিখোঁজ রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হেলিকপ্টার উদ্ধারকর্মীরা এএফপিকে জানান, ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু পর্বতটি থেকে বেশ কয়েকজন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে।

এই তিন জনকে নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত পাঁচ জন মারা গেল। বৈরী আবহাওয়া, শক্তিশালী বাতাস ও অস্বাভাবিক ঠাণ্ডা আবহাওয়াকেই এই প্রাণহানির জন্য দায়ী করা হচ্ছে।

নেপালের পর্যটন বিভাগ নিশ্চিত করেছে, রোববার এক স্লোভাক পর্বতারোহীকে এভারেস্ট শৃঙ্গ থেকে মাত্র কয়েকশ মিটার নিচে মৃত অবস্থায় পাওয়া গেছে। একই এলাকায় মৃত্যু হয়েছে মার্কিন পর্বতারোহী রোনাল্ড ইয়ারউডেরও।

এদিকে তিব্বত মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলীয় এক পর্বতারোহী এভারেস্টের তিব্বতের দিক দিয়ে উঠতে গিয়ে মারা গেছেন। ৫৪ বছর বয়সী কুইন্সল্যান্ডের এই বাসিন্দা ৭ হাজার ৫০০ মিটার উঁচুতে ওঠার পর উচ্চতাজনিত অসুস্থতায় ভুগতে শুরু করেন। তিনি পর্বত থেকে নেমে আসার চেষ্টাকালে মারা যান।

চতুর্থ পর্বতারোহী শনিবার থেকে নিখোঁজ রয়েছেন। পর্বতশৃঙ্গে ওঠার কিছুক্ষণ পরই তিনি নিখোঁজ হন। তার নেপালি গাইডকে এভারেস্টের ৪ নম্বর ক্যাম্পে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে।

Exit mobile version