Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

সুহেল হাসান:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩৩৬জন অভিভাবক ভোট প্রদান করেন। তাঁদের ভোটে একজন মহিলা সদস্যসহ চারজন পুরুষ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বমোট ভোটার সংখ্যা ৩৭৮জন ।

চার পুরুষ অভিভাবক পদের বিপরীতে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে সর্ব্বোচ্চ ২২২ ভোট পেয়ে ১ম স্থানে নির্বাচিত হয়েছেন মো. হারুন মিয়া। যথাক্রমে মো. সুহেল খাঁন(১৬২), মো.আব্দুল কদ্দুছ(১৫৭) ও আব্দুর রাজ্জাক (১৪৬) ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মহিলা সদস্য আনোয়ারা বেগম ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহানা বেগম ১৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলেই ঐক্যবদ্ধ ভাবে সহযোগীতা করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বিজয়ী প্রার্থী হারুন মিয়া বলেন প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব। তিনি সকল ভোটারসহ সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসব তথ্য নিশ্চিত করে নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমীক সুপারভাইজার অরূপ রায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সকলের সার্বিক সহযোগীতা সু্ষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।

Exit mobile version