Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এসএসসির ফল- জগন্নাথপুর উপজেলার ১৫ জিপিএ-৫ এর মধ্যে ইসাকপুর উচ্চ বিদ্যালয়েই ৭ জিপিএ-৫

স্টাফ রিপোর্টার:: এসএসসি পরীক্ষার ফলাফলে জগন্নাথপুর উপজেলায় ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ভালো ফলাফল অর্জন করেছে। উপজেলার ২৮টি বিদ্যালয় থেকে মাত্র ১৫জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে তন্মেধ্যে ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে পেয়েছে সাতজন শিক্ষার্থী। বিদ্যালয়ের পাসের হার ৯২.৫৯ভাগ। বিদ্যালয়ের ভালো ফলাফলে এলাকাবাসী ও আনন্দিত। এলাকাবাসী ও বিদ্যালয় সূত্র জানায়,১৯৮২ সালে এলাকাবাসীর সহযোগীতায় ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে বিদ্যালয়টি সুনামের সহিত শিক্ষাবিস্তার করে যাচ্ছে। এবার বিদ্যালয় থেকে ৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫০ জন উত্তীর্ণ হয়। তন্মেধ্যে জিপিএ-৫ পায় সাতজন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো স্বপন দেবনাথ,জুয়েল আহমদ, এমদাদুর হোসেন,আব্দুস শহীদ, মোহাম্মদ হাসান মিয়া, নূরে আলম,তানজিনা আক্তার লীলা। বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে বর্তমানে ৩৫১ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন ১০জন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জনের মধ্যে জিপিএ-৫ ৭জন। এ- পেয়েছেন ১৯জন-,এ পেয়েছেন ৫জন,বি পেয়েছেন ১৫জন,সি পেয়েছেন ৪জন শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস জাহির বলেন, ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে সফলতা অর্জন করে যাচ্ছে। এবার প্রথমবারের মতো সবোর্চ্চ সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার মধ্য দিয়ে বিদ্যালয়ের সুনাম অর্জন করেছে। তিনি এজন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমরা বিদ্যালয়ের ধারাবাহিক ফলাফল অক্ষুন্ন রাখতে চাই।

Exit mobile version