Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এ্যাপ্রোচে সংস্কার হয়নি- জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর সড়কে ৬ দিন ধরে যানবাহন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কে গত ৬দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত বুধবার ওই সড়কের নলজুর সেতুর এ্যাপ্রোচ সড়ক ধসে পড়ায় এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবারও ওই সড়কে যান বাহন চলাচল করেনি।

এলাকাবাসী জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাও এলাকায় নলজুর নদীর ওপর নির্মিত নলুজর সেতুর পূর্বপাশের এ্যাপোচ সড়কের অধিকাংশ অংশ ধসে পড়ছে। এতে করে যানবাহন চলাচলে বিঘিœত হয়ে পড়ায় জনসাধারন চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। এখনো ক্ষতিগ্রস্থ স্থানে কোন সংস্কার কাজ শুরু হয়নি।

২০১৩ সালে বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান নলজুর নদীর ওপর ৩৯ দশমিক ১৫ মিটার গার্ডার সেতুর উদ্বোধন করেন।

রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাও গ্রামের বাসিন্দা রমজান আলী ছানা বলেন, এলজিইডির গাফিলাতির কারণে বার বার এ্যাপ্রোচে ধসে পড়ছে। গত ৬দিনেরও ধসে যাওয়া স্থানে সংস্কার না হওয়ায় শ’ত শ’ত মানুষ দূর্ভোগে পড়েছেন।

জগন্নাথপুরের নবাগতএলজিইডি কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, অতি দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

Exit mobile version