জগন্নাথপুর২৪ ডেস্ক::
ওরস থেকে ফেরার পথে সুনামগঞ্জ -সিলেট মহাসড়কের আহসানমারা সেতু এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। নিহত দুইজন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে জমির আলী (৩৫) এবং একই গ্রামের ফিরোজ আলীর ছেলে আলীনুর (৪০) । আহত দুজন একই এলাকার আকিলপুরের সমর পালের ছেলে জনিক (২২) এবং সাদকপুরের আবু সাঈদের ছেলে সুমেন (২৯) ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সিলেটের গোয়ালাবাজার থেকে ওরস শেষ করে ফিরছিলেন সিএনজি যাত্রীরা। শনিবার ভোরে আহসানমারা সেতু এলাকায় পৌঁছান তারা। অন্যদিকে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস আহসানমারা এলাকায় সিএনজি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে চার সিএনজি যাত্রীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর চালক ঘাতক বাস নিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার। তিনি বলেন, ভোরে একটি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে দুজন মারা যান। ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাটি তাদের হেফাজতে আছে। তবে ঘাতক বাসসহ চালক অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তাকে ধরার জন্য আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।