Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ওয়ার্ড পর্যায়ে ওএমএস কেন্দ্র করার দাবি জানালেন ড. জয়া সেন

স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন,‘হাওরবাসী বিশ্বাস করে বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার আছেন। ধান তলিয়ে যাওয়ার পরপরই হাওরবাসীকে দেখতে মহামান্য রাষ্ট্রপতি সুনামগঞ্জে এসেছেন। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী
এসেছেন। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বরাদ্দ প্রদান করা হয়েছে। হাওরবাসী বিশ্বাস করে সরকারের সহযোগিতা পেলে তারা আবারো ঘুরে দাঁড়াতে পারবে। তবে সংকট থেকে উত্তরণে প্রতিকার ও ভবিষ্যত পরিকল্পনা গ্রহণ করতে হবে। পর্যাপ্ত ত্রাণ সহায়তা সবার কাছে পৌঁছাতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ওএমএস ডিলার নিয়োগ করতে হবে। কৃষকদের বিনামূল্যে সার-বীজ প্রদান করলে আবারো ঘুরে দাড়াতে পারবেন তারা। যাতে প্রতি বছরই বোরো ফসলহানি না হয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভরাটকৃত সকল নদী খনন করতে হবে। কেবল সুদ মওকুপ নয়, নতুন করে ঋণ নেওয়ার সুযোগ দিতে হবে। ’
জয়া সেন বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মায়ের মতো। আপনার ¯েœহময়ী হাতের স্পর্শে আবার ঘুরে দাঁড়াবে মানুষ।’ তিনি ‘দিরাই-শাল্লা সড়কের ৫০ কিলোমিটার কাজ খুব ধীর গতিতে হচ্ছে উল্লেখ করে এই সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য প্রধানমন্ত্রী’র সহযোগিতা চান।
তিনি আরো বলেন,‘আমি নিজে বিভিন্ন হাওর ও বাঁধ সরেজমিনে ঘুরে দেখেছি। হাওরপাড়ের কৃষকরা খুব সাহসী ও উদ্যমী। তারা নিজেরাই নিজেদের ফসল রক্ষায় দিন-রাত প্রচন্ড শক্তি-সাহস নিয়ে চেষ্টা করেছেন। আমার বিশ্বাস একটু সহযোগিতা পেলে তারা আবারো ঘুরে দাঁড়াবেই, শুধু সরকারের একটু সহযোগিতা প্রয়োজন।

Exit mobile version