Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কখনই জাপার মন্ত্রী ছিলাম না:: অর্থমন্ত্রী

জগন্নােথপুর২৪ ডেস্ক::জাতীয় পার্টির সদস্যদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমি কখনই জাতীয় পার্টির সদস্য ছিলাম না, মন্ত্রীও ছিলাম না। জেনারেল এরশাদের সামরিক সরকারের মন্ত্রী ছিলাম। জাতীয় পার্টির তখন জন্মও হয়নি। আশা করি তারা এটা মনে রাখবেন।
সোমবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। এর আগে জাপার সদস্য সেলিম উদ্দিন তার বক্তব্যে মুহিতকে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী হিসেবে উল্লেখ করেন।
জাপার সদস্যরা ভবিষ্যতে তাকে দলটির সাবেক মন্ত্রী বললে যথাযথ ব্যবস্থা নেবেন বলেও এ সময় হুঁশিয়ারি দেন মুহিত।
এরপর সংসদের আলোচনায় জাপার জ্যেষ্ঠ সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, এম এ মুহিত জাপার জন্মের বহু আগেই এরশাদের সামরিক সরকারের অর্থমন্ত্রী ছিলেন, এটা আমরা রেকর্ডে রাখছি। সেই সঙ্গে অর্থমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই, তার মতো একজন জ্ঞানী-গুণী মানুষকে জাপা ভবিষ্যতে স্থান দেবে না। জাপার সদস্যদের বিরুদ্ধে তাকে আদালতে যেতে হবে না। কিন্তু ব্যাংক ডাকাতদের সুরক্ষা দেওয়ায় তাকে আদালতে যেতে হবে।
এ সময় স্পিকার কাজী ফিরোজের মাইক বন্ধ করে দিয়ে ছাঁটাই প্রস্তাব নিয়ে কথা বলতে বলেন।

Exit mobile version