1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

কয়ছর আহমদসহ জেলার ১১ জন মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বৈঠক করলেন বিএনপির মহাসচিব

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপির মনোনয়ন লাড়াইয়ে দলীয় ঐক্য অটুট রাখতে চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ জেলার পাঁচটি আসনের ১১ মনোনয়ন প্রত্যাশী। তাদের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকাল পৌঁনে তিনটা থেকে চারটা পাঁচ মিনিট পর্যন্ত গুলশান-২ এর কার্যালয়ে সিলেট বিভাগের চার জেলার মধ্যে সুনামগঞ্জের প্রার্থীদের নিয়ে আগে বৈঠক হয়।

বৈঠক শুরুর আগে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী সুনামগঞ্জের পাঁচটি আসনের আগে থেকে নির্ধারিত ১১ জন ডেকে তার কক্ষে নিয়ে যান। এসময় এই ১১ জনের বাইরে ওই আসনগুলোতে নির্বাচনী প্রচারণায় থাকায় দলীয় নেতাদের ক্ষুব্ধ কণ্ঠে কথা বলতে শুনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ক্ষুব্ধ নেতারা ওই সময় বলেন, ‘দুর্দিনে দলের পতাকা হাতে নিয়ে সংগ্রাম করেছি, এখন মধু গিলতে এসেছে অন্যরা।’
দলীয় নেতারা ক্ষুব্ধ মনোনয়ন প্রত্যাশীদের শান্তনা দেবার চেষ্টা করেন। দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর শেষে ক্ষুব্ধ দলীয় নেতাদের শান্তনা দিয়ে বলেন,‘আপনারা বললেও এখন ঢুকানো যাবে না। কথা থাকলে, পরে আপনাদের সময় দেব।’

বিকাল সোয়া তিনটায় সভার শুরুতেই দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ১১ জনের উদ্দেশ্যে দলীয় নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে আপনাদের ডাকা হয়েছে। দলীয় মনোনয়ন আপনারা যারা এসেছেন তাদের মধ্যে প্রতিআসনে একজন করে দেওয়া হবে। পার্লামেন্ট মেম্বার ছাড়াও আপনাদেরকে দায়িত্ব দেবার মতো গুরুত্বপূর্ণ জায়গা আছে, মনোনয়ন যারা পাবেন না, তাদেরকে সেখানে (ইঙ্গিতে দলীয় দায়িত্বের কথা বুঝান) কাজ করার সুযোগ দেওয়া হবে। এই সভা থেকে ফিরে গিয়ে আপনারা ধানের শীষের পক্ষে কেবল প্রচারণা চালাবেন। প্রচারণায় কেউ কারো সমালোচনা করে কথা বলবেন না। দল যাকে মনোনয়ন দেবে সকলে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে থাকতে হবে। পরে একজন একজন করে মনোনয়ন প্রত্যাশীদের বক্তব্য শুনেন তিনি।

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সাবেক সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা বেগমের বক্তব্য প্রথমেই শুনেন তিনি। পর্যায়ক্রমে এই আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল ও আনিসুল হক বক্তব্য দেন।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী দেশের বাইরে রয়েছেন। তিনি শুক্রবার দলীয় মহাসচিবের সঙ্গে কথাও বলেছেন। সভায় উপস্থিত ছিলেন- অপর মনোনয়ন প্রত্যাশী তাহির রায়হান চৌধুরী পাভেল, তার বক্তব্য শুনেন মহাসচিব।

সুনামগঞ্জ-৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারী কয়ছর এম আহমেদ সভায় উপস্থিত ছিলেন। তিনি একাই ওখানে মনোনয়ন প্রত্যাশী হিসেবে বক্তব্য দেন।
সুনামগঞ্জ-৪ (সদর বিশ^ম্ভরপুর) আসনে প্রথমে বক্তব্য দেন- জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক, এরপর পর্যায়ক্রমে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল ও দেওয়ান জয়নুল জাকেরীন বক্তব্য দেন। এরা তিনজনই বিগত সময়ে নিজেদের ত্যাগের কথা বর্ণনা করে মাঠে ধানের শীষের পক্ষে কাজ করছেন বলে জানান।
সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারা) আসনে প্রথমে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী এবং পরে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।
সূত্র-সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com