Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কলকলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে তিনটি কমিউনিটি ক্লিনিকে ঔষধ ও স্কুল ব্যাগ প্রদান

কলকলিয়া ইউনিয়ন প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপিজিপির অর্থায়নে ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিকে ওষুধ প্রদান করা হয়েছে। দরিদ্র মানুষরা যাতে ক্লিনিকেে এসে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেতে পারে সেলক্ষ্যে ঔষধ বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত সভায় কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির,উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান,সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ছোবা মিয়া, হাবিবুর রহমান, আকিবুল মিয়া, কলেন মিয়া, আজিজুর রহমান, আব্দুল লতিফ, আজিজ মিয়া, হাবিব মিয়া, আক্তার হোসেন, সমজিয়া বেগম, সন্ধ্যা রাণী দাস, রিতা রাণী দে প্রমূখ। এ সময় ইউনিয়নের ৩ টি কমিউনিটি ক্লিনিকে দরিদ্র রোগীদের জন্য ১ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ওষুধ প্রদান করা হয়। এছাড়াও ইউনিয়নের ২ টি উচ্চ বিদ্যালয়ের ৭০০ জন শিক্ষার্থীদের মধ্যে নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

Exit mobile version