Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কলেজছাত্র হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: টাঙ্গাইলে কলেজছাত্র রাজন মিয়া হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় দেন।

মুত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সাইদুল, আব্দুল মজিদ-১, আব্দুল মজিদ-২, মজনু, আবদুল মোমিন, নিজাম প্রামাণিক, আবু বকর সিদ্দিক, হানু, নূরুল ইসলাম, বাবু, মিরাজ প্রামাণিক ও আব্দুল ওয়াহাব।

এদের মধ্যে আব্দুল মজিদ-১, আব্দুল মজিদ-২, মজনু ও নূরুল ইসলাম পলাতক রয়েছেন।

কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৪ সালের ১৪ এপ্রিল ভূঞাপুরে কলেজছাত্র রাজনকে মারধর করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ওই দিনই তিনি মারা যান। এ ঘটনায় রাজনের বাবা লাল মিয়া সরকার বাদী হয়ে

১৭ জনকে আসামি করে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, পরে পুলিশ তদন্ত করে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।

Exit mobile version