Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কল্যানকামী ছাত্র সংগঠনের উদ্যোগে সমাবেশে এমপি বাবু ইনাতগঞ্জ কলেজকে আধুনিকায়ন করে অনার্স কোর্স চালু করা হবে

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ বাহুবল এলাকার সংসদ সদস্য ও জেলা জাপার সভাপতি এম,এ মুনিম চৌধুরী বাবু বলেছেন,মানুষের জীবন উদ্দেশ্যহীন হলে কোন দিন সফল হওয়া যায় না। নবীগঞ্জ-বাহুবল এলাকাবাসীর সেবা করাই আমার প্রধান কাজ। আমার ছাত্র জীবনে উদ্দ্যেশ্য ছিল মানব সেবা করা আজ সেই সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। যেমন মাঝি ছাড়া নৌকা চলে না তেমননি জন প্রতিনিধি ছাড়া কোন উন্নয়ন হয় না। তিনি গতকাল রবিবার দুপুরে ইনাগঞ্জ ডিগ্রী কলেজের প্রাঙ্গনে কল্যানকামী ছাত্র সংগঠনের উদ্যোগে “বিনামূল্যে বই বিতরণ,ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে” প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজমুল হোসেনের সভাপতিত্বে ও ক্রীড়া ব্যক্তিত্ব, তরুন ধারা ভাষ্যকার শাহেন শাহ লিমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন, জাতীয় পুরুস্কার প্রাপ্ত সাংবাদিক, সমকাল প্রতিনিধি এম,এ আহমদ আজাদ, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী, সমাজসেবক লন্ডন প্রবাসী আকিকুর রহমান,সমাজসেবক ঠিকাদার আজিজুর রহমান, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধর্মজিত সিনহা, কলেজ গর্ভনিং বডির সদস্য জসিম উদ্দিন, সমাজসেবক আব্দুল খালিক, অধ্যাপক আজিজুর রহমান ভুইয়া, প্রমূখ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কল্যান কামী ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক সোয়াইবুর রহমান। বক্তব্য রাখেন ,সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন খান জিন্নাহ, প্রভাষক নেপাল চন্দ্র পাল,প্রভাষক দীপক চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক নুরুল আমিন, মোস্তাহিদ উদ্দিন,জাপা নেতা সিরাজ মিয়া,জাপা নেতা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, উপজেলা যুব সংহতি সভাপতি নুরুল আমিন পাঠান (ফুল মিয়া), সময়ের তরুন কবি খ্রিষ্টেন ইতি রহমান, কল্যান কামী ছাত্র সংগঠনের সভাপতি কাইফু আহমদ, কল্যান কামী ছাত্র সংগঠনের সহ সভাপতি জাহান আহমদ,ক্রীড়াভাষ্যকার মিলাদ আহমদ, কল্যান কামী ছাত্র সংগঠনের তোফায়েল আহমদ,আলতাফ আহমদ,মাহমুদ হোসেন প্রমূখ। প্রধান অতিথি আরো বলেন,সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের জন্ম না হলে আর এই ইনাতগঞ্জ কলেজের জন্ম হতো না। তাই বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলার জন্ম হতো না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করছেন।তিনি চান এদেশের চিত্র পাল্টে দিতে আরেকটি মালয়েশিয়ার জন্ম দিতে। আগামীতে ভাল ফলাফল অর্জন করলে ইনাতগঞ্জ কলেজকে আধুনিকায়ন করে অনার্স কোর্স চালু করা হবে। এখান থেকে ভাল শিক্ষার চর্চা চাই। উন্নত শিক্ষা দিতে হবে। তিনি বলেন চলতি বছরেই ১কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে একটি ভবন নির্মান ও প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে একটি শহীদ মিনার নির্মান করা হবে। পরে বিশাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের রেডিও ও টিভির নামকরা শিল্পীরা গান পরিবেশন করেন।

 

Exit mobile version