Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কাঁদছে কৃষক-হাসছে পাউবো

স্টাফ রিপোর্টার:: শিলাবৃষ্টিতে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের একাংশের কয়েক হাজার হেক্টর বোরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় হাওরপাড়ের কৃষকরা কাঁদলেও হাসছেন পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তারা। গত দুই দিনে হাওরপাড়ের কৃষকদের আর্তনাদ দেখতে তাদের কাউকে মাঠে দেখা যায়নি। উল্টো পিআইসির সভাপতিদেরকে ফোন করে রহস্যের হাঁসি হাসছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি দেখা দিলে হাওরের বেশ পাকা ফসলের ক্ষতি হয়। এছাড়াও গত কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টিতে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে ঠিকাদার ও পিআইসির মাধ্যমে নির্মিত কয়েকটি বেড়িবাঁধে ফাটল দেখা দিলে পাউবো কর্মকর্তাদের দৌঁড়ঝাপ শুরু হয়। বিশেষ করে নলুয়ার হাওরের শালিকা ও নেতাইখালি বাঁধে ফাটল দেখা দিলে কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষনিকভাবে বাঁধ পরির্দশন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঁধ সংস্কারের নির্দেশ দেন। কিন্তুু শিলাবৃষ্টিতে পাকা ফসল ক্ষতিগ্রস্থ হলে পাউবো কর্মকর্তারা যেন হাফ ছেড়ে বাঁচেন। তাদের দাবি পাউবোর কোন বেড়িবাঁধ ভেঙ্গেতো ফসলহানি ঘটেনি। নলুয়ার হাওরের কৃষক নেতা সিদ্দিকুর রহমান বলেন, শিলাবৃষ্টিতে হাওরের কৃষকরা যখন কাঁদছেন তখন পাউবোর কাউকে হাওরে দেখা যায়নি। উল্টো পাউবোর মাঠ কর্মকর্তা রহস্যের হাঁসি হাঁসছেন। সিদ্দিকসহ কৃষকনেতাদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের দায়সারা বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে পাউবো এবার লুটপাট করে বরাদ্দকৃত টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছেন। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, শিলাবৃষ্টিতে হাওরের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে রয়েছি। কিন্তুু পাউবোর কোন কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারদেরকে তো বৃহস্পতিবার দেখা যায়নি। আজ শুক্রবার বড়ঢ়হর,জরিন্দা বাঁধ ও দাসনোওয়াগাঁও ঝুঁকিপূর্ন বাঁধে সংষ্কার কাজ চলছে।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের মাঠ কর্মকর্তা মোসাদ্দেক বলেন, শিলাবৃষ্টিতে ফসলহানির ঘটনায় আমরাও মর্মাহত।

Exit mobile version