Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কাজীদের সুযোগ সুবিধার বিষয়টি চিন্তা ভাবনায় আছে -এমএ মান্নান

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নিকাহ নামা সহ অন্যান্য জরুরী রেকর্ডপত্র নিকাহ ও তালাক রেজিষ্ট্রারগণের নিজ নিজ অফিসে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ সহ কাজীদের নানান সুযোগ সুবিধার বিষয়টি সরকারের চিন্তা ভাবনায় রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রি এম এ মান্নান। তিনি বলেন বর্তমান সরকার জন্যকল্যাণমূলক কাজে নিবেদিত হওয়ায় নাগরিক সুযোগ সুবিধার দিকে বেশি মনযোগী । দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা , স্বাস্থ্য , অর্থনীতির পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সমাজ পুনর্গঠনে খুবই আন্তরিকতা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কারণে দেশ এখন মধ্যম আয়ের দ্বারপ্রান্তে । শনিবার সকালে সিলেট রিকাবিবাজার অডিটোরিয়ামে সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিষ্ট্রার সমিতির উদ্যোগে আয়োজিত – সদস্য সম্মেলন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দেব, সিলেট রেঞ্জের অতিরিক্ত
ডিআইজি জয়দেব ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু শাফায়েত মোঃ শহিদুল ইসলাম সহ বিভাগীয় ম্যারিজ রেজিষ্ট্রার সমিতির বিভিন্ন জেলার নেতৃবৃন্দ । সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রি সমিতির সভাপতি কাজি মাওলানা মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোঃ মঈনুল ইসলাম পারভেজ এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন ম্যারিজ রেজিষ্ট্রার বানিয়াচং উপজেলার সভাপতি কাজী আতাউর রহমান , বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক হাজী মাওলানা রফিক আহমদ , সিলেট বিভাগীয় রেজিস্ট্রি সমিতির সদস্য কাজী মাওলানা মাহবুব আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল খান , যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ আব্দুল মান্নান প্রমুখ।

Exit mobile version