1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কাজ দেখে নতুন উপদেষ্টাদের বিচার করবে জনগণ : উপদেষ্টা মাহফুজ আলম - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:

কাজ দেখে নতুন উপদেষ্টাদের বিচার করবে জনগণ : উপদেষ্টা মাহফুজ আলম

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘নতুন যাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, আশা করি, বাংলাদেশের জনগণ তাদের কাজ দেখে বিচার করবে। যদি দেখি, জনগণের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব। তবে আমরা মনে করি যে, যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা জনগণের পাশে থাকবেন। তারা কাজের মাধ্যমে তাদের যোগ্যতা প্রমাণ করবেন।’

বুধবার (১৩ নভেম্বর) বিকালে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মাহফুজ আলম আরও বলেন, ‘জনগণের পক্ষ থেকে জনগণের মনোনীত সরকার আমরা। জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই আমরা।’

মওলানা ভাসানীকে নিয়ে তিনি বলেন, ‘মওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। আর আমরা আশা করি, মওলানা ভাসানী যে স্বপ্ন দেখেছিলেন এই দেশকে নিয়ে, তা বাস্তবায়ন হবে।’

এ সময় অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমলাতন্ত্রটা জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি সব কর্মকর্তা। আমরা চাই, সব কর্মকর্তা জনগণকে যেন তাদের পাশে দাঁড়িয়ে সেবাটা দেন। প্রভুত্বমূলক জায়গায় না থেকে সরকারের সঙ্গে জনগণের দূরত্বটা যাতে কমিয়ে আনা যায়- সেটার জন্য আমরা আরও পলিসি লেভেলে কাজ করব। এই অভিযোগগুলো যাতে না থাকে- যেমনটা তথ্যের ঘাটতি বা তাদের পাওয়া যায় না। যাতে কেউ বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না।’

এরপর সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তম‌ঞ্চে মওলানা ভাসানী পাঠচক্র ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তারা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজনীতি বিশ্লেষক, কবি, ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাভা‌বিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আকন্দ, ভাসানী ফাউন্ডেশ‌নের মহাস‌চিব মাহমুদুল হক শানু প্রমুখ।

প্রসঙ্গত, গত রবিবার নতুন করে তিনজন যুক্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে। এর মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনকে নিয়ে বিতর্ক ওঠে।

সুত্র প্রতিদিনের বাংলাদেশ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com