জগন্নাথপুর২৪ ডেস্ক::
ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে কানাডিয়ান রপ্তানির উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক যোগ করছেন। কানাডার শুল্কবিরোধী একটি বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট দিয়ে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। গত শুক্রবার কানাডার অন্টারিও প্রদেশে সরকারের তরফে টিভিগুলোতে একটি বিজ্ঞাপন চালানো হয়েছিল। সেখানে প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ১৯৮৭ সালের একটি ভাষণের ফুটেজ দেখানো হয়। ওই ভাষণে তাকে বলতে শোনা যায়, শুল্ক গোটা বিশ্বে বাণিজ্য যুদ্ধ এবং অর্থনৈতিক দুর্দশা সৃষ্টি করতে পারে। এই বিজ্ঞাপনের পরই ক্ষুব্ধ হন ট্রাম্প। ওই বিজ্ঞাপনকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করে অটোয়ার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বন্ধ করে দেন ট্রাম্প।
ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘তাদের বিজ্ঞাপনটি অবিলম্বে বন্ধ করার কথা ছিল। কিন্তু তারা সেটি ওয়ার্ল্ড সিরিজের সময় চালিয়েছে — জেনেশুনে, এটি একটি প্রতারণা জেনেও।’
তিনি আরও লেখেন, ‘তাদের গুরুতর তথ্য বিকৃতকরণ ও বৈরী আচরণের কারণে, আমি কানাডার ওপর বর্তমানে তারা যা দিচ্ছে তার অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বাড়াচ্ছি।’ ট্রাম্প এই বার্তাটি পোস্ট করেন এয়ার ফোর্স ওয়ানে বসে, মালয়েশিয়া যাওয়ার পথে।
পাশাপাশি, তার অভিযোগ, বিজ্ঞাপনে রিগানের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। প্রসঙ্গত, গত জুলাই মাসে তিনি ৩৫ শতাংশের শুল্কবাণ নিক্ষেপ করেছিলেন কানাডার উপর। তার তিনমাস কাটতে না কাটতেই অতিরিক্ত ১০ শতাংশের শুল্কখাঁড়া নেমে এল মার্ক কার্নির দেশের উপর।
এদিকে কানাডার সাথে আলোচনা থেকে সরে যাওয়ার পর অন্টারিও রাজ্য সরকারের প্রধান ডগ ফোর্ড জানিয়েছেন যে, তিনি ওই বিজ্ঞাপন সরিয়ে ফেলবেন। ডগ ফোর্ড বলেন, তিনি তার রাজ্যের শুল্ক বিরোধী বিজ্ঞাপনটির প্রচার স্থগিত করবেন। তিনি দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে আলোচনার পর ওই সিদ্ধান্তের কথা জানান যাতে বাণিজ্য আলোচনা শুরু হতে পারে। মার্কিন বাণিজ্য বিভাগ, হোয়াইট হাউজ এবং কানাডার প্রধানমন্ত্রীর দফতর এই বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
সূত্র : ফিনান্সিয়াল টাইমস, সৌজন্যে মানব জমিন