Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কামারখালী সেতু আব্দুস সামাদ আজাদের নামে নামকরণের ঘোষনা দিলেন সুরঞ্জিত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর ও দিরাই উপজেলার শেষ সীমান্তের গ্রাম ভূরাখালি কামারখালি নদীর ওপর বাস্তবায়িত সেতুটি আব্দুস সামাদ আজাদ সেতু নামে নামকরণে ঘোষনা দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুনামগঞ্জ-২ আসনের সাংসদ প্রবীণ রাজনীতিবীদ সুরঞ্জিত সেন গুপ্ত। শনিবার তিনি প্রয়াত জননেতা আব্দুস সামাদ আজাদের জন্মমাটি ভূরাখালি কামারখালি নদীর ওপর এক কোটি ৩৪ লাখ টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সেতুর উদ্বোধন করে দিরাই রায়বাঙ্গালী বাজারে আওয়ামীলীগ আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষনা দেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা ছোবা মিয়ার সভাপতিত্বে সভায় আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল ভূরাখালি কামারখালী নদীর সেতুটির নাম আব্দুস সামাদ আজাদের নামে নামকরণ করার প্রস্তাব দিলে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ভূরাখালি গ্রামের সন্তান আব্দুস সামাদ আজাদের নিকট আত্বীয় বীরমুক্তিযোদ্ধা আব্দুস হাফিজ বলেন, সেতুটি বাস্তবায়রে মাধ্যমে দুই উপজেলার সেতুবন্ধনের পাশাপাশি সেতুটি আব্দুস সামাদ আজাদের নামে নামকরণের ঘোষনা দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত উদার রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। এর আগে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুনামগঞ্জ-২ আসনের সাংসদ প্রবীণ রাজনীতিবীদ সুরঞ্জিত সেন গুপ্ত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুস সামাদ আজাদ ভাটি বাংলার উন্নয়নে যে কাজ শুরু করেছিলেন তিনি সেই অসমাপ্ত কাজগুলো শেষ করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ভাটি অঞ্চলে এখন উন্নয়নের বৈপ্লবিক পরিবর্তনের হাওয়া বইছে।

Exit mobile version