Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কীলাক্ষরে লিখে যাই ||আব্দুল মতিন

 

সারাদিনের স্মৃতি ফেলে সন্ধ্যাকাশের বেদনায় হারায় সূর্য। তবু, ভোরে আলো নিয়ে হেসে উঠে নিজেকে দাপুটে জানান দিতে ।

তুমি, জীবনের সাথে মৃত্যু দিয়ে নির্মূল করো আমার অচিন পাখির স্মৃতি !কী এমন হয় তাঁরে রেখে দিলে ?

তাই, পৃথিবীর সব বর্ণমালা হারিয়ে যাবে ভেবে কীলাক্ষরে মাটিতে রেখে যাই অব্যক্ত অসীম গল্প। একদিন কেউ পাঠোদ্ধার করবে ।

ঢেউয়ের কাছে বলে যাই জীবনের ব্যথা, ক্ষুব্ধতায় বুক ফুলে উঠে বন্যার জলে। ঘর ছেড়ে জলের কন্ঠে শুনো কী গান গায়? কত বেদনায় ?

আব্দুল মতিন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,শাহজালালাল মহাবিদ্যালয়, জগন্নাথপুর ও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ ২০১৭।

Exit mobile version