Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কৃষকদের জন্য ভারী বর্ষনের সর্তকবার্তা দ্রুত ধান কাটার আহ্বান

স্টাফ রিপোর্টার:; সুনামগঞ্জের হাওরের কৃষকদের দ্রুত ধান কাটার জন্য সর্তকবার্তা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার স্বাক্ষরিত সর্তকবার্তায় বলা হয়েছে,বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ড কতৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী বণ্যা পুর্নভাসন ওসতকীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ৩০ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা সুনামগঞ্জ জেলায় মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে ২৫০ মিমিবৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে নদনদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বণ্যার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও অধিক বৃষ্টিপাতের ফলে হাওরের পাকা ধানের ক্ষতি হতে পারে। বিষয়টি প্রতিটি উপজেলার মসজিদ /মন্দিরে মাইকের মাধ্যমে জনগনকে সর্তক করতে বলা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ পানি উন্নয়ন বোর্ড থেকে ভারী বর্ষনের সর্তকবার্তার চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, চিঠি পাওয়ার পর থেকে জগন্নাথপুর উপজেলার হাওরের কৃষকদেরকে বিষয়টি অবহিত করতে কার্যক্রম শুরু করেছি। আজ শুক্রবার প্রতিটি মসজিদে মাইকের মাধ্যমে বিষয়টি জানানো হবে। এছাড়াও হাওর এলাকায় দ্রুত ধান কাটার জন্য কৃষকদেরকে উদ্ধুধ করতে নানা  পদক্ষেপ নেয়া হয়েছে।

Exit mobile version