Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কেয়া চৌধুরী’র উপর হামলা, এক আসামী কারাগারে

SAMSUNG CAMERA PICTURES

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::বাহুবলে এমপি কেয়া চৌধুরীসহ নারী ইউপি মেম্বারদের উপর হামলাকারী নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়ার ব্যক্তিগত গাড়ি চালক জসিম উদ্দিনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

রবিবার সে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সে বাহুবল উপজেলার ভূগলী গ্রামের কাছুম আলীর পুত্র ও উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক।

আসামী পক্ষে মাললা পরিচালনা করেন এডভোকেট সামছু মিয়া চৌধুরী, এডভোকেট নিলাদ্রি শেখর পুরকায়েস্থ টিটু, এডভোকেট আলমগীর চৌধুরী (নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান), এডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।

রাষ্ট্রপক্ষে ছিলেন- এডভোকেট মুহিত চৌধুরী ও এডভোকেট ফয়জুল বশির চৌধুরী।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ফয়জুল বশির চৌধুরী জানান, এমপি কেয়া চৌধুরী’র উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামীকে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত ১০ নভেম্বর উপজেলার মিরপুর বাজারের অদূরে বেদে পল্লীতে সরকারি সহায়তার চেক বিতরণকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি’র উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় নারী ইউপি সদস্য পারভীন আক্তার ও সাবেক নারী ইউপি সদস্য রাহিলা আক্তারসহ অন্যান্যরা আহত হন।

গত ১৮ নভেম্বর রাতে এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন উপজেলার লামাতাসী ইউপি’র ১নং (সাধারণ ওয়ার্ড ১, ২ ও ৩) সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তার। মামলায় নবনির্বাচিত বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদসহ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৪/১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

Exit mobile version