Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিসিবির সভাপতির পদে থাকার যোগ্যতা হারান। পরিচালকদের অনাস্থাই এই পরিবর্তনের নেপথ্যে কাজ করেছে। আটজন পরিচালকের অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনএসসি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নেয়। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন কাউন্সিলর মনোনয়ন দেয়, যা তার সভাপতি হওয়ার পথ সুগম করে।

শুক্রবার (৩০ মে) সবার নজর ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে তিনি নতুন সভাপতি নির্বাচিত হন।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় ফারুক আহমেদ বিসিবির সভাপতির চেয়ারে বসেছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। মাত্র ৯ মাসের মাথায় পরিচালকদের অনাস্থার কারণে আবারও বিসিবিতে নেতৃত্বের পরিবর্তন এল।

আমিনুল ইসলাম বুলবুল জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলেছেন, করেছেন অধিনায়কত্বও। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ৩৯টি ওয়ানডে খেলে তিন হাফ সেঞ্চুরিতে তার রান ৭৯৪। টেস্ট খেলেছেন ১৩টি। ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান সাবেক এই ব্যাটার। ২০০২ সালে শেষ টেস্ট খেলার আগে ২৬ ইনিংসে করেন ৫৩০ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি আছে দুটি হাফ সেঞ্চুরিও। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন বুলবুল।

Exit mobile version