Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

খামারীর খাচায় মেছোবাঘ আটক

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ইসলামপুর গ্রামে শনিবার সকালে কৃষকের হাঁসের খামারে লোহার খাচায় বিরল প্রজাতির একটি মেছোবাঘ আটকা পড়েছে।

জানাযায়, আউশকান্দি ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক ছুরত মিয়ার হাঁসের খামারে প্রতিদিন রাতে ৮-১০ টি করে হাঁস নিয়ে যায়। এ অবস্থায় ওই খামারী ছুরত মিয়া একটি লোহার খাচা দিয়ে ফাদ তৈরী করে খামারের পাশে রাখেন। শনিবার সকালে দেখা যায় ওই খাচায় একটি মেছোবাঘ আটকা পড়ে। খবর পেয়ে এলাকার উৎসুক জনতা একনজর দেখার জন্য ভিড় জমাতে থাকেন। বাঘটি প্রায় ২ ফুট লম্বা ও ১ ফুট উচ্চতার হবে। ওই খামারে এর আগেও মেছোবাঘ আটক হয়েছিল বলে জানা গেছে।নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, গ্রামবাসী বাঘটি আটকের খবর জানিয়েছেন। বণ্যপ্রাণী ব্যবস্থাপনা জীব ও বৈচিত্র কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা বাঘটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বর্তমানে ওই মেছোবাঘটি খামারীর লোহার কাচায় বন্দী রয়েছে।

Exit mobile version