Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

খেলার ছলে গলায় ফাঁসে শিশুর মৃত্যু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাজধানীর সবুজবাগে খেলার ছলে শুক্রবার সন্ধ্যায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মারা গেছে মায়মুনা আক্তার পলি (১০) নামের এক শিশু।

সে স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী।

সবুজবাগ থানা জানায়, নেত্রকোনার মোহনগঞ্জের পলাশ মিয়া পেশায় গাড়িচালক। তিনি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে সবুজবাগ থানার ১৭ মায়াকাননের বাসায় ভাড়া থাকেন। তার বড় মেয়ে মায়মুনা আক্তার পলি স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়ে।

তারা বাসায় আড়ার সঙ্গে ওড়না বেঁধে বিভিন্ন জিনিসপত্র ঝুলিয়ে রাখতেন। দরজার সামনে একটি ওড়না ঝোলানো ছিল। শুক্রবার বিকালে পলির মা মমতাজ বেগম বাসার বাইরে যান। ফিরে এসে দেখেন পলি ওই ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ শুক্রবার রাত ১০টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি জানান, মায়মুনা আক্তার পলি অনেকটা চঞ্চল প্রকৃতির ছিল। সে খেলার ছলে গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version