Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গীতা চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর ভগবদগীতা কুইজ প্রতিযোগীতার রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে

স্টাফ রিপোর্টার:: নিজেদের মধ্যে ‘‘অর্জুনকে’’ আবিস্কার করুন এই আহ্বানে ইসকন বাংলাদেশের আয়োজনে গীতা চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর ভগবদগীতা কুইজ প্রতিযোগীতার রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশে এই প্রথমবারের মতো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের নিয়ে ভগবদগীতা কুইজ প্রতিযোগীতার আয়োজন করে ইসকন । ২৪ জানুয়ারি পর্যন্ত এ রেজিষ্ট্রেশন চলবে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের শিক্ষাবৃত্তি ও পুরস্কার প্রদান করা হবে। বিনামূল্যে বিতরণ করা হবে এক লক্ষ গীতা। শিক্ষাবৃত্তি ও পুরস্কারের মধ্যে রয়েছে এবার প্রথম অর্জুণ ১০ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার রয়েছে গীতারত্ন ৫ লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার গীতাভূষন ২,৫০,০০০ টাকা। এছাড়াও ৪৭টি গীতাশ্রী পুরস্কারসহ মেধাবী প্রত্যেককে আর্ন্তজাতিক সনদ প্রদানের পাশাপাশি সকল অংশগ্রহনকারীকে আকর্ষনীয় উপহার প্রদান করা হবে। প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীরা যেকোন তথ্য/রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহনের জন্য নিকটস্থ ইসকন মন্দির, স্থানীয় প্রতিনিধি এছাড়াও নিদিষ্ট তারিখের মধ্যে অনলাইনে অথবা বিকাশের মাধ্যমে রেজিষ্ট্রেশন ফি ১০০ টাকা প্রদান করে নিবন্ধন করতে পারবেন। প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদেরকে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে আইডি কার্ডের ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি রেজিষ্ট্রেশন ফরমের সাথে অবশ্যই জমা দিতে হবে। ইসকন ভক্তরা এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করতে পারবে না। অনলাইন ঠিকানা: www.gitachampionship.org । রেজিষ্ট্রেশন ও যোগাযোগের জন্য ইসকন ইয়ুথ ফোরাম স্বামীবাগ আশ্রম রুম নং ৩/এ ঢাকা-১১০০ ঠিকানায় যোগাযোগ করা যেথে পারে। জগন্নাথপুর উপজেলার অংশ গ্রহণকারীরা ইসকনের স্থানীয় প্রতিনিধি অনন্ত গোপ মুঠোফোন ০১৭৮১৬৮২৫৩৫ অথবা বিশ্বজিৎ সরকার মুঠোফোন ০১৭৩৪৮৮৪৫২৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Exit mobile version