Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গুলশানে হামলার ঘটনায় ২০ জনের মরদেহ উদ্ধার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় মোট ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন জাপানি এবং দুজন শ্রীলঙ্কান নাগরিক। হামলাকারী সাত জঙ্গির মধ্যে ছয়জনই নিহত হয়েছেন এবং একজনকে জীবিত আটক করা হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টায় এক প্রেস ব্রিফিং করেন সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি ও এর দোতলায় অবস্থিত ও কিচেন রেস্টুরেন্টে আট জঙ্গি সদস্য প্রবেশ করে। তাদের হাতে ছিল পিস্তল ও কাঁধে কালো ব্যাগ। আল্লাহু আকবর আওয়াজ তুলে হামলা চালিয়ে তারা রেস্টুরেন্টে ঢুকে পড়ে দেশি-বিদেশি প্রায় ৪০ নাগরিককে জিম্মি করে।

Exit mobile version