Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গুলশান হামলা: নর্থ সাউথের অধ্যাপকসহ তিনজন আটক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:;

গুলশানের হোলি আর্টিজেন বেকারিতে জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের তথ্য না নিয়েই বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকসহ তিনজনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

শনিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান, তাঁর ভাগনে আলম চৌধুরী ও ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, জঙ্গিরা বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর সড়ক ব্লক ই–এর টেনামেন্ট-তিন-এর ফ্ল্যাট এ/৬–এ একত্র হয়েছিল। গত ১৬ মে এ ফ্ল্যাটটি জঙ্গিদের অন্য সহযোগী সদস্যরা ভাড়া নিয়েছিল। গুলশানের সন্ত্রাসী হামলার পর তারা দ্রুত বাসা ছেড়ে পালিয়ে যায়। বাসা থেকে বালুভর্তি কার্টন, তাদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। ফ্ল্যাটটির মালিক হচ্ছেন নর্থ সাউথের টিচার গিয়াস উদ্দিন আহসান

Exit mobile version