Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন ঢাকা কলেজ শিক্ষার্থী এসএম শাহরিয়ার হোসেন মানিক (২০)।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর উত্তরায় ডিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে তিনি পানিতে ডুবে মারা যান।

মানিকের বাবা বেলায়েত হোসেন একজন বিমান কর্মকর্তা। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজার মুক্তিযোদ্ধা রোডে বসবাস করতেন। মানিক এবার ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মানিকের চার বন্ধু রায়হান মিয়া (২০), উজ্জ্বল ইসলাম (১৯), তারেক হাসান (১৯) ও আজহার আহমেদকে (১৭) আটক করেছে পুলিশ। তবে মানিকের সঙ্গে গোসল করতে নামা তার অপর এক বন্ধু শিহাব আহমেদকে (১৪) পাওয়া যায়নি।

উত্তরা ফায়ার স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বিকাল ৫টায় দিয়াবাড়ী লেকের ৩নং ব্রিজের পাশে মানিকসহ ৬ বন্ধু গোসল করতে নামে। গোসলে নেমে মানিক সাঁতরে লেকের একপাড় থেকে অন্যপাড়ে যায়। পরে ফেরার পথে মাঝ লেকে ডুবে যায় মানিক।

তবে সাঁতার ভালো না পারায় তার অন্য বন্ধুরা এসময় তাকে সাহায্য করতে পারেনি।

পরে উত্তরা ফায়ার স্টেশনের দমকল বাহিনী ও ডুবুরি দল মাঝলেক থেকে মানিকের ডুবে যাওয়া লাশ উদ্ধার করে।

বর্তমানে মানিকেল লাশ টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে রাখা হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা কথা।

Exit mobile version