স্টাফ রিপোর্টার- জেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্ট সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জগন্নাথপুর উপজেলার ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা তাহিরপুর উপজেলার কলা গাঁও দাখিল মাদ্রাসার বিপক্ষে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে জেলা প্রশাসন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আল মোজাহিদ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেনএ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা রেফারি অ্যাসোসিয়েশনপর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বুলচান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন, ইকড়ছই সিনিয়র মাদ্রাসা শিক্ষক এবং উপজেলা স্কাউট সম্পাদক সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে জেলা চ্যাম্পিয়ান ইকড়ছই মাদ্রাসা
