Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী করেছেন তাহসিনা রুশদীর লুনা

 

বিএনপি চেয়্যারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা ও জননেতা এম ইলিয়াস আলীর সহ-ধর্মীনি তাহসিনা রুশদীর লুনা এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামীলীগ কখনও আইনের শাসন ও গণতান্ত্রিত পদ্ধতিতে বিশ্বাসী নয়। জনগনের প্রতি তাদের আস্থা নেই বিধায় তারা দেশব্যাপী গণ গ্রেফতার চালিয়ে দেশকে কারাগারে পরিণত করেছে। শিশু, ব্দ্ধৃ, ও প্রবাসীরাও তাদের হিং¯্র রুষানল থেকে রক্ষা পাচ্ছে না। অন্যায় অবিচার, গণগ্রেফতার চালিয়ে অতীতে কোন স্বৈরাশাসক ঠিকে থাকতে পারেনি ইনশাল্লাহ এই সরকারও ঠিকে থাকতে পারবেনা। তিনি অনতিবিলম্বে খন্দকার আব্দুল মুক্তাদিরের নিঃশর্ত মুক্তির দাবি জানান । পাশাপাশি তিনি যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী আব্দুল হাই, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি আবুল খয়ের, বিশ্বনাথ রামপাশা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ মিয়া, বিএনপি নেতা আলতাবুর রহমান গেদা, বিশ্বনাথ অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, খাজান্সি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম,ছাত্রদল নেতা আল-আমিন সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্য প্রনোবিত গায়েবি মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জননেতা এম ইলিয়স আলী কে অক্ষত অবস্থায় জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version