Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি- রডের পরিবর্তে বাঁশ দেবেন না

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে শিক্ষা সমাপনকারী গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, তোমরা কর্মক্ষেত্রে গিয়ে কোনো দুর্নীতির আশ্রয় নেবে না। সিমেন্টের বদলে বালি আর রডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবে না।

মঙ্গলবার বিকালে বুয়েটের ১১তম সমাবর্তনে বক্তব্য দিচ্ছিলেন রাষ্ট্রপতি।

প্রকৌশলীদের উদ্দেশে রাষ্ট্রপতি আহ্বান জানান, তোমরা তোমাদের মেধাকে দেশের কাজে লাগাবে। দেশে শিক্ষা গ্রহণ করে বিদেশে যেন চলে না যান। দেশের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ওপর প্রাধান্য দেবে।

রাষ্ট্রপতি বলেন, ‘অন্যায় ও অসৎ পথের অর্জন ক্ষণস্থায়ী, এতে কোনো সম্মান নেই। আছে জীবনভর অনুশোচনা। সবকিছু করবে নিজের মেধা ও আন্তরিকতাকে কাজে লাগিয়ে।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘তোমরা সব সময় বড় হওয়ার স্বপ্ন দেখবে। তবে কখনও মিথ্যার সঙ্গে আপস করবে না।

উল্লেখ্য, আজ বুয়েটের ১১তম সমাবর্তন। ১৯৬২ সালে প্রতিষ্ঠার পর ১৯৭৩ এ সর্বপ্রথম বুয়েটে সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ এই সময়ে মাত্র ১০ টি সমাবর্তন অনুষ্ঠিত হয়, কিন্তু পাশের ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ৫৩ টি সমাবর্তনের আয়োজন করেছে।

Exit mobile version