Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঘূর্ণিঝড় কোমেনের আঘাত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ঘূর্ণিঝড় কোমেন সেন্ট মার্টিন, টেকনাফ ও কক্সবাজারে আঘাত হেনেছে । ধীরে ধীরে চট্টগ্রামের দিকে এগুচ্ছে ঘূর্ণিঝড়টি।
বৃহস্পতিবার ভোরে কোমেন নামের ওই ঘূর্ণিঝড়টি সেন্ট মার্টিনে আঘাত হানে। একই সময়ে এটি টেকনাফেও আঘাত হানে।
কোমেনের আঘাতে প্রায় দেড় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপ। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা জানান, সকাল ১০টার দিকে কক্সবাজারে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কোমেন। এরপর থেকে কক্সবাজার শহর ও আশপাশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তীব্র বাতাস বয়ে যাচ্ছে।
এর আগে স্থানীয় আবাহাওয়া অফিস জানিয়েছিল, বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘুর্ণিঝড়টি কক্সবাজার-চট্টগ্রাম উপকূল হয়ে বরিশাল উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে কোমেনের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও চাঁদপুরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের কারণে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলজুড়ে সাত নম্বর বিপদ সংকেত জারি করেছে প্রশাসন। সেই সঙ্গে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Exit mobile version