Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঘূর্ণিঝড় ফণীর কারণে পেছালো এইচএসসি পরীক্ষা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঘূর্ণিঝড় ফণীর কারণে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ৪ঠা মের পরীক্ষা পিছিয়ে দেয়া হযেছে। ওই দিনের সব পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ই মে । আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৪ঠা মের সকালের পরীক্ষাগুলো ১৪ই মে সকালে এবং বিকালের পরীক্ষা ওই দিন বিকালে নেয়া হবে। এইচএসসিতে ৪ঠা মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা প্রথম পত্রের পরীক্ষা ছিল। আর বিকালে ছিল গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। এছাড়া আলিমে ৪ঠা মে জীববিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) সূচি নির্ধারিত ছিল। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ফণী ধেয়ে আসছে।

Exit mobile version