Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

“চান্দের গাড়ি” উল্টে ৩ শিশু নিহত ও ১৫ জন আহত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বান্দরবানের লামায় স্থানীয় যান “চান্দের গাড়ি” উল্টে ৩ শিশু নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহত তিন শিশুর পরিচয় জানা যায়নি।

সোমবার (২৬ জুন) দুপুরে লামার মি‌রিঞ্জা পর্যটন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহত ১৫ জনকে শুরুতে বান্দরবানের পার্শ্ববর্তী জেলা কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও পু‌লিশ সূত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপ‌জেলা থে‌কে লামার মি‌রিঞ্জা পর্যটন কেন্দ্রে ঘুর‌তে যাচ্ছিল শিশু-কি‌শোররা। এ সময় চান্দের গাড়িটি মি‌রিঞ্জা পাহা‌ড়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শে গভীর খা‌দে প‌ড়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই তিন শিশুর মৃত্যু হয়। আহত হ‌য় বাকি ১৫ জন। খবর পে‌য়ে পু‌লিশ ও স্থানীয় লোকজন আহত‌দের উদ্ধার ক‌রে চক‌রিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি ক‌রেন।

চক‌রিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চি‌কিৎসক মো. সিরাজ সাংবাদিকদের ব‌লেন, আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হো‌সেন ব‌লেন, চান্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর পর গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।

Exit mobile version