1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
চায়ের কাপে ঝড় - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভালো কাজে সহযোগিতার নির্দেশনা জগন্নাথপুরে কাঠমিস্ত্রিকে সাহায্য করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ আগস্ট পর্যন্ত এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা বড় জয়ে সেমিফাইনালে সারাদেশে ইন্টারনেট-সেবা বিঘ্নিত ঢাকার বাড্ডায় শিক্ষার্থী-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেটে আহত ১০ কোটা নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলন, শান্তিগঞ্জে সড়ক অবরোধ

চায়ের কাপে ঝড়

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩৩৯ Time View

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হাওয়ায় মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। প্রার্থী সমর্থকদের বিরাজহীন প্রচারনায় সরগরম এলাকা। গ্রামীণ মেঠো পথ থেকে শুরু করে শহরের অলিগলিতে মাইকিংয়ের মাধ্যমে হরেকরকম বাহারি শব্দের ছন্দে পছন্দের প্রার্থীদের মধ্যে প্রচার চলছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্র জানায়, ৫ বছর মেয়াদপূর্তিতে. গত ৬ জুন উপজেলা নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বন্যার কারণে স্থগিত করা হয় নির্বাচন। গত ২০ সেপ্টেম্বর পুনরায় তফসিল ঘোষণা করে ২ নভেম্বর ভোটগ্রহণের সিদ্বান্ত হয়। এরইমধ্যে মনোনয়ন দাখিল, বাছাই, প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ (আনারস), জমিয়তে উলামে ইসলামের দলীয় প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও যুক্তরাজ্যপ্রবাসী আব্বাস উদ্দিন চৌধুরী (ঘোড়া)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থী, সমর্থকদের প্রচার-প্রচারণায় জমে উঠছে নির্বাচনী উৎসব। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা।
প্রার্থীদের নিয়ে আলোচনায় ঝড় চলছে সমর্থক ও ভোটাররা।নির্বাচনে কে জিতবে, কে হারতে পারে, কোন প্রার্থীকে কোন গোষ্টির লোকজন সমর্থন করছে, কিংবা করবে। প্রার্থীদের আচার-আচারণ, ব্যবহার, স্বভাব, চরিত্র কেমন এসব নানা বিষয় নিয়ে ফলনের মাঠ থেকে চায়ের টেবিলে আলোচনার ঝড় উঠেছে। পাশাপাশি কে প্রার্থী মাঠে কালো টাকা ছড়াচ্ছে তাও আলোচিত সামালোচিত হচ্ছে। একথায় গ্রামের পর গ্রাম চলছে নির্বাচনের আলাপ আলোচনা। এই আলোচনা ছড়িয়েছে জগন্নাথপুরের সর্বত্রজুড়ে।
জগন্নাথপুর পৌরশহরের চায়ের দোকানদার মিজানুর রহমান জানান, নির্বাচনী আমেজে চা বিক্রি বেড়েছে। চায়ের সঙ্গে পান, সিগারেটও বিক্রি হচ্ছে। চায়ের টেবিলে নির্বাচনী খবরাখবর নিয়ে ঝড় তুলছেন ভোটাররা।
নলুয়া হাওরেরপাড়ের দাসনাগাঁও গ্রামের চা বিক্রেতা সুজন বলেন, গ্রামের লোকজন সময় চা খেতে এসে নির্বাচনী আলোচনায় জড়িয়ে পড়ছেন। জমে উঠছে আলাপ আলোচনা। এজন্য চায়ের কদর বেড়েছে। আগের তুলনায় চায়ের বিক্রিও বাড়ছে।
জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের নেতা রোমানুল হক রুমেন জানান, উপজেলা নির্বাচন কে সামনে রেখে উৎসবের আমেজ শুরু হয়েছে। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্রজুড়ে ঝড় উঠছে নির্বাচনী আলোচনায়। প্রবাসী অধ্যুষিত এ উপজেলা জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের সকাল ধরনের নির্বাচনী অনুষ্ঠান উৎসবে পরিনত হয়। এনির্বাচনেও উৎসবের যেন কমতে নেই।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শুকুর মাহমুদ বলেন, প্রতীক বরাদ্দের পরপরই প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা মাঠে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ২ নভেম্বর ইজিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com