Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চুনারুঘাটে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলর নিহত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে গুলিবিদ্ধ হয়ে সাবেক কাউন্সিলর ও মাদক মামলার আসামী ইউনুছ মিয়া (৪০) নিহত হয়েছে। এ সময় আতাউর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা আহত হন। নিহত ইউনুছ মিয়া চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দক্ষিণ হাতুন্ডা গ্রামের মৃত গনি মিয়ার ছেলে। সোমবার দুপুরে তার লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নে মাগুরুন্ডা গ্রামে ইউনুছসহ ৪/৫ জন বসে ইয়াসা সেবন করছিল। পুলিশ বিষয়টি জানতে পেরে মাদক ব্যবসায়ীদের ওই আস্তানা ঘেরাও করে। এসময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর আক্রমণ করে।
পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইউনুছ মিয়া আহত হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউনুছকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান মানবজমিন’কে জানান, পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে তারা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইউনুছ আহত হলে হাসপাতালে সে মারা যায়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তিনি জানান, নিহত ইউনুছ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, পুলিশের ওপর হামলা চালানোসহ একাধিক মামলা রয়েছে। এর আগে পুলিশের এক এএসআইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক আহত করেছিল ইউনুছ মিয়া। ওই পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হন।

Exit mobile version