1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বালু তোলার অবৈধ লিস্টার মেশিন ব্যবহার করায় ছাতকে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় অভিযানে এই  জরিমানা করা হয়।

জানা যায়, অভিযানে অবৈধ লিস্টার মেশিন দ্বারা বালু উত্তোলনের দায়ে জৈনক শুসেন দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাতক থানা পুলিশ ও নৌ—পুলিশের ফোর্সবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক বালু
ব্যবসায়ীকে পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com