Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে এক প্রবাসীর ভূমির সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ছাতক প্রতিনিধি :: ছাতকে দুর্বৃত্তরা হামলা করে এক ল্যাতিন আমেরিকা প্রবাসীর বাড়িয়ান ভূমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে। প্রায় দেড় হাজার ফুট দীর্ঘ ও ৫ ফুট উঁচু সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে শহরের চরেরবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূমির মালিক প্রবাসী মৃত হাজী তৈমুছ আলীর পুত্র মনফর আলী বাদী হয়ে চরেরবন্দ গ্রামের রহিম উদ্দিন, জামাল উদ্দিন, মামুন মিয়া, সাদেক মিয়া, শাহীন মিয়া, সুমন মিয়া, ফারুক মিয়া, দুলু মিয়া ও তাহের আলমের বিরুদ্ধে ছাতক থানায় একটি
লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে প্রায় ১০-১২ বছর পূর্বে চরেরবন্দ এলাকায় ৫০ শতক রেজিষ্ট্রি মূলে ভুমি ক্রয় করেন মনফর আলী। কোম্পানীগঞ্জের চাটিবহর-আমবাড়ি এলাকায় তার বাড়ি হলেও ছাতক শহরে স্থায়ী ভাবে বসবাসের উদ্দেশ্যে এ ভূমি তিনি ক্রয় করেছিলেন। পরে ক্রয়কৃত ভূমিতে মাটি ভরাট করে তৎকালীন সময়েই সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগ দখল করে আসছে মনফর আলী ও তার পরিবার। সম্প্রতি এ ভূমিতে গৃহ নির্মাণ করতে গেলে স্থানীয় কতিপয় লোক প্রবাসী মনফর আলীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। অন্যথায় এখানে ঘর নির্মাণ করতে পারবে না বলে তারা জানান। দুর্বৃত্তদের দাবিকৃত চাঁদা না দেয়ায় শুক্রবার ভোরে সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে প্রায় দেড় হাজার ফুট লম্বা উচুঁ সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়ে তা ৭ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।

Exit mobile version