Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে মানিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ছাতক প্রতিনিধি::
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। ২৬ ফেব্রুয়ারি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়, অলিউর রহমান চৌধুরী বকুল বিগত পরিষদের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি চেয়ারম্যান পদে একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তার এক মাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফজলুর রহমান। তার প্রতিপক্ষ প্রার্থীকে বিজয়ী
করার অপচেষ্টা করতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক নির্বাচনী আচরন বিধি সম্পূর্নরূপে লঙ্ঘন করে যাচ্ছেন। সংসদ সদস্য ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে প্রভাব বিস্তার করে তার প্রতিপক্ষকে বিজয়ী করতে ভোটারদের চাপ সৃষ্টি করে যাচ্ছেন। মনোনয়ন পত্র দাখিলের পর নির্বাচনী কার্যক্রম চলমান থাকাবস্থায় গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় তানজিনা কমিউনিটি সেন্টারে সভা করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ২৪ ফেব্রুয়ারি আমেরতল গ্রামে নিজ বাড়িতে প্যান্ডেল করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে বিজয়ী করার লক্ষে তার বিরুদ্ধে আপত্তিকর ও মিথ্যা বক্তব্য দিয়েছেন এমপি। যা নির্বাচনী আচরণবিধি পরিপন্থি ও আইন বহির্ভূত।

Exit mobile version