Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে সংঘর্ষে ১০ রাউন্ড গুলি, আহত ২৫ : আটক ১৩

ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ২৫ ব্যক্তি আহত হয়েছে। গুলিবিদ্ধ অন্তত ১৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়নের ঝিগলী গ্রামের আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ অন্তত ১০ রাউন্ড গুলি বিনিময় করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ঝিগলী গ্রামের আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
বৃহস্পতিবার দুই পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটা-কাটির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপি সংঘর্ষে অন্তত ১০ রাউন্ড গুলি বিনিময় হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ নজির (৪৫), বদরুজ্জামান (৩০), সাইস্তা (২৮), মুকিত (৩৩), আব্দুর রহিম (৩২), আজিজুল ইসলাম (৩৪), আতিকুর রহমান (২৬)সহ ১৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েছ মিয়া (৩০), সালেহ আহমদ (৩৫), মাসুম (২৪) ও জলাল (৩০) সহ অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াকুব ও আঙ্গুরসহ কমপক্ষে ১৩ জনকে আটক করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৩ জন আটক করা হয়েছে।

Exit mobile version