Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে হাতকড়াসহ ডাকাতি মামলার আসামী ছিনতাই

ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের কাছ থেকে আরকান আলী নামক এক ডাকাতি মামলার আসামীকে হাতকড়াসহ ছিনতাই করেছে তার আত্মীয়-স্বজনরা।
মঙ্গলবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে এসআই শফিকুল ইসলাম ও এএসআই জহির মিয়ার নেতৃত্বে পুলিশ ডাকাতি মামলার আসামী কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আরকান আলীকে নিজ বাড়ি থেকে আটক করে। আসামী আটকের পর তার আত্মীয়-স্বজনরা পুলিশের উপর হামলা চালায়। এক পর্যায়ে আসামী আরকান আলীকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় তারা। হামলায় এসআই শফিকুল ইসলাম ও এএসআই জহির মিয়া আহত হয়েছেন।

এ ঘটনায় রাতেই এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় একটি পুলিশ এসল্ট মামলা(নং-২৯) দায়ের করেছেন। পুলিশ একই গ্রামের আব্দুর রহিমের পুত্র আজির উদ্দিনকে এ ঘটনায় আটক করেছে। বুধবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

Exit mobile version