জকিগঞ্জ প্রতিনিধি –
জকিগঞ্জের তরুণ সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অমিত রায়( অমৃত) কে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। গত১ নভেম্বর সংগঠনে অস্থায়ী কার্যালয়ে নব নির্বাচিত কমিটির প্রথম সভায় সর্ব সর্স্মতিক্রমে তাকে নির্বাচিত করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি সাবেক ইউপি সদস্য রনোজিত বিশ্বাস। সাধারণ সম্পাদক সীতেন্দ্র চন্দ্র দাসের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সুধীর রঞ্জন রায়, পল্লীশ্রী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রতেশ্বর বিশ্বাস, বিভিন্ন ইউনিয়ন শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রাতুল বিশ্বাস,চন্দ্রমনি বিশ্বাস,
শিক্ষক রায়মোহন বিশ্বাস,শিপুল বিশ্বাস, উজ্জ্বল রায়, সুশীল রায়, শ্রীকান্ত বিশ্বাস, রঞ্জন রায়, নয়ন দাস, ডাঃ বিজিত বিশ্বাস, জয়ন্ত বিশ্বাস উপস্হিত ছিলেন দুর্জয় বিশ্বাস, ননী গোপাল রায়,সমর বিশ্বাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন অমিত রায় অমৃত, সভার শুরুতে গীতা পাঠ করেন বিনয় সরকার।