Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এক পসলা বৃষ্টিতে স্বস্থিতে কৃষক

জগন্নাখপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সারাদিন আকাশ মেঘলা থাকার পর সোমবার সন্ধ্যায় জগন্নাথপুরে হঠাৎ করেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। স্বস্থির এই বৃষ্টিতে কৃষকদের মধ্যে আনন্দ দেখা দেয়। বোরো ফসলের জন্য এই সময়ে এক পসলা বৃষ্টি খুবই উপকারী বলে কৃষকরা জানিয়েছেন। তবে বৃষ্টির দেখা মিলতেই বিছ্চিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ভোগান্তি বাড়ে জনজীবনে।

ঘন্টা দেড়েক বিরতির পর আবারও ঝমঝমিয়ে নামে বৃষ্টি। মাঝে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ চালু হলেও দ্বিতীয় দফার বৃষ্টিতে আবারও চলে যায় বিদ্যুৎ। অন্ধকারে ছিলো প্রায় আধা ঘন্টা। এভাবে কিছুক্ষণ পরপরই ছিলো বিদ্যুতের আসা-যাওয়া।

বসন্তের শুরু থেকেই জগন্নাখপুরে কমে গিয়েছিলো শীতের তীব্রতা। রাতে হালকা শীত থাকলেও দিনের বেলা তাপমাত্রা ছিলো উষ্ণ। জগন্নাথপুরের মানুষ বসন্তেই যখন গ্রীষ্মের আমেজ পেতে শুরু করেছেন, তখন এই আচমকা বৃষ্টিতে আবার ফিরে এসেছে শীতের খানিকটা তীব্রতা। শীত বিদায়ের বেশ কিছুদিন পর আবারও মানুষদেরকে দেখা গেছে শীতের পোশাক গায়ে জড়াতে। কৃষকরা জানান, জগন্নাখপুর উপজেলার বৃহৎ হাওর নলুয়ার হাওরে চলছে বোরো আবাদ। বৃষ্টিতে বোরো ফসলের উপকার হওয়ায় কৃষকরা খুশি।

Exit mobile version