Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সড়ক ফাঁকা,যানজটমুক্ত ঈদের আমেজ

যানজটমুক্ত ফাঁকা এক জগন্নাথপুর। বছরের দুই ঈদে এমন ফাঁকা অবস্থা দেখা যায় প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর পৌরশহরে।
স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা যায়, জগন্নাথপুর পৌরসভা প্রতিষ্ঠার পর গত একযুগ ধরে শহরে প্রায় যানজট লেগেই থাকে। এরমধ্যে গত এক দুই বছর ধরে শহরজুড়ে অবৈধ যানবাহনের দ্বৈরাত্ব্য বেড়েছে। দীর্ঘদিন ধরে শহরের
প্রধান সড়কের পথে পথে গাড়ির ষ্ট্যান্ড। এছাড়াও সড়কে এলোমেলোভাবে পড়ে থাকে বিভিন্ন যানবাহন। ফলে যানজটের পাশাপাশি প্রতিনিয়ত নাগরিক ভোগান্তি পোহাতে হয় পৌরবাসীকে। তবে মুসলমানদের বৃহৎ ধর্মীয় দুই ঈদের উৎসবের এক দুইদিন যানজটমুক্ত নির্মল পরিবেশে বুকভরে শ্বাস নিতে পারেন নাগরিকরা।
আজ সোমবার ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়কগুলো ফাঁকা দেখা গেছে। মাঝে মধ্যে  রিকশা এবং ইজিবাইক সড়কে দেখা গেছে। ঈদ উপদাপন ব্যস্ত সবাই।
জগন্নাথপুর পৌরশহরের বাসিন্দা সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই ঈদ ছাড়া বছরজুড়ে শহরের প্রধান সড়কে দুর্ভোগ পোহাতে হয়। কারণ সড়কে যততত্র যানবাহন এলোমেলোভাবে রাখা হয়। যে কারনে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগে পড়তে হয়। যানজটমুক্ত শহরে নির্মল পরিবেশে ভালোই লাগছে।
Exit mobile version