স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রিচমুন অভিজাত কনফেশনারীর কর্ণধার বাসুদেব মন্দির উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধর (৪৭) আর নেই। আজ সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা,ভাই, স্ত্রী, দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন।
মিন্টু রঞ্জন ধরের ভাই ডাক্তার মধু সুধন ধর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভূগছিলেন। কয়েক বছর আগে তাঁর স্ত্রী তাকে লিভার দান করেছিলেন। স্ত্রীর ভালোবাসার প্রতিদান নিয়ে মোটামুটি সুস্থ হয়ে আবার সামাজিক ও ব্যবসায় সক্রিয় হয়ে উঠেন। হঠাৎ করে আবারও জটিলতা দেখা দিলে তাকে কলিকাতার একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে আজ সকালে তাঁর মৃত্যু হয়।
শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর ২০০৯ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে তিনি বিপুল ভোট পেয়ে চমক সৃষ্টি করেছিলেন। ব্যবসায়ীক,সামাজিক নানা সৃজনশীলতায় তিনি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ছিলেন।তাঁর মৃত্যুতে জগন্নাথপুরে শোকের ছায়া বিরাজ করছে।