Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের অসহায় বিধবা মহিলার চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি

স্টাফ রিপোটার:: জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউ/পির রমাপ্রতিপুর গ্রামের মরহুম জাবেদ উল্ল্যার স্ত্রী সুফিয়া বেগমের চিকিৎসার জন্য হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আর্থিক অনুদান প্রদান। ১৯ এপ্রিল বিধবা সুফিয়ার নিজ বাড়ীতে সংস্থার বিভাগীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খাঁন, সহ-সভাপতি মাওলানা বদিউজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মনাফ, লাল মিয়া, কবির মিয়া, গৌছ মিয়া, আজাদ মিয়া, ইসরাইল উল্লাহ, হারুন মিয়া, আয়ান উল্লাহ, আব্দুল জলিল, সজ্জাত মিয়া, আসান আলী, হেলাল মিয়া, সুলেমান মিয়া, আজর মিয়া, আসলাম উদ্দিন, সাইফুর ইসলাম, আবুল কয়ের, লকুছ মিয়া, নছুরমিয়া, আলী হোসেন, লিলু মিয়া, আওয়াল মিয়া, সিদ্দেক মিয়া, আব্দুল হেকিম, রেজওয়ান মিয়া, হাদিস মিয়া, জুবের মিয়া, শাহনেওয়াজ, সোনা মিয়া, তাজুজ মিয়া, জুয়েল মিয়া প্রমুখ। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউ/পির রমাপ্রতিপুর গ্রামের মরহুম জাবেদ উল্ল্যার স্ত্রী সুফিয়া বেগমের হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে অসহায় বৃদ্ধ দূরারোগ্য আক্রান্ত জগন্নাথপুর উপজেলা রমাপ্রতিপুর গ্রাম, মৃত জাবেদ উল্ল্যার স্ত্রী সুফিয়া বেগম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অপ্রতুলতায় মৃত্যু পথ যাত্রী হিসাবে উল্লেখ্য করে তার মেয়ে রফিনা বেগম গত ২৬/০৩/১৫ইং তারিখে আবেদন করলে প্রথমে সেফওয়ে হাসপাতালে চিকিৎসা দেন। আর্থিক অবস্থা বিবেচনায় সংস্থার পক্ষ থেকে অসহায় বৃদ্ধ সুফিয়া বেগমকে চিকিৎসার জন্য নগদ ১০,০০০/=(দশ হাজার) টাকা প্রদান করেন। ঘটনার বিবরণে জানা যায়, বিগত ১৯৭৫সালে বৃদ্ধ সুফিয়া বেগমের স্বামী: মৃত: জাবেদ উল্ল্যা বৃটেনে মারা যান। তার মৃত্যুর পর তিন কন্যা সন্তান নিয়ে কোনোরকম জীবনযাপন করেছিলেন। বিগত দিনে আবেদনকারী রফিনা বেগম এর নিকট বৃদ্ধ সুফিয়া বেগমকে স্থায়ীভাবে দেখাশোনা করছেন। ইতোমধ্যে রফিনা বেগমের ছোট দুই বোন রফিনা বেগমের স্বামী অনেক কষ্ট করে বিবাহ দিয়াছেন। বর্তমানে রফিনা বেগমের স্বামীর মৃত্যুর পর আর্থিক অবস্থার কিছুটা সমস্যা হয়, এবং রফিনা বেগমের মা সুফিয়া বেগমকে নিয়মিত চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন, কারণ রফিনা বেগমের মা বৃদ্ধ সুফিয়া বেগমের নামে সম্পত্তি থাকলেও রফিনা বেগমের বোন মিনারা বেগমের স্বামীর বাড়ীর লোক জোরপূর্বক দখল নিতে চায় বা অসহায় বৃদ্ধ সুফিয়া বেগমের চিকিৎসার জন্য ভূমি বিক্রি করে মায়ের চিকিৎসার চেষ্ঠা করলে দু”বোনের স্বামী ও তাদের পরিবারের সদস্যরা ভূমি বিক্রি করতে বাধা প্রদান করে। তাই বাধ্য হয়ে রফিনা বেগম বিভিন্ন জনের সহযোগীতা নিয়ে মায়ের চিকিৎসা সেবা দিচ্ছেন। শুধু তাই নয় জাবেদ উল্ল্যার বৃটিশ পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সুফিয়া বেগমের অন্য মেয়েরা তাদের জিম্মায় রেখে সম্পত্তি গ্রাস করার চেষ্ঠা করছে। তাই এসব বিবেচনা করে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সিলেট বিভাগীয় কমিটি সরজমিন পরিদর্শন পূর্বক অসহায় সুফিয়া বেগমের চিকিৎসার সহযোগীতায় এগিয়ে আসেন।

Exit mobile version