স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা হবিবপুর ও কেশবপুর ফাজিল মাদ্রাসার (অবসরপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মাওলানা মুফতি গিয়াস উদ্দীন হুজুর এর জানাজায় মুসল্লীদের ঢল নামে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহরের ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদরাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাদসারা শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দেক পাশাপাশি বিপুল সংখ্যাক মুসল্লিরা অংশ নেন। জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী সাহেবজাদা।
এর পূর্বে উপজেলা মাধ্যমিক মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজের পরিচালনায় মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদসারা সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, অধ্যক্ষ মাওলান সালেহ আহমদ,অধ্যক্ষ মাওলানা বশির আহমদ চৌধুরী, ইকড়ছই হাফিজিয়া আলিয়া মাদসারা প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান,অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, সৈয়দপুর সৈয়দ সামছিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ সৈয়দ রেজুওয়ান আহমদ, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, ব্যবসায়ী হাজী ইকবাল হোসেন ভুঁইয়া,মাওলানা মফিজ উদ্দিন, হাফেজ বদরুদ্দিন আল আমীন, মাওলানা আবু আনসারী,, আব্দুল আহাদ জিহাদী, মরহুমের ভাতিজা হাফেজ আনোয়ার হোসেন মাওলান আবু খালেদ প্রমুখ।
বক্তারা বলেন, মুফতি গিয়াস উদ্দিন হুজুর ছিলেন একজন বরেণ্য আলেমে দ্বীন। তিনি আমৃত্যু দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে গেছেন। তাঁর এ অবদান জগন্নাথপুরের মানুষ কখনো ভুলতে পারবে না। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মাওলানা মুফতি গিয়াস উদ্দিন শুক্রবার সকালে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।