Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের ইউএনও ও এসিল্যান্ডের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমনা ৫৫ হাজার

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর শহরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির ও সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স না থাকায় একটি পেট্রোলের দোকান, বিএসটিআইর অনুমোদন ছাড়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন-পরিবেশনের দায়ে ঢাকা বেকারী ও আল্লাহর দান বেকারী এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন ড্রাইভারদের নিকট থেকে সর্বমোট ৫৫,২০০ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয়। এসময় রানীগঞ্জ রোডের রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। রানীগঞ্জ রোডের অবৈধ স্থাপনে ও ফুটপাত উচ্ছেদ করায় পৌর শহরের নাগরিকরা অত্যন্ত আনন্দিত। অবৈধ দখলদারদের কারণে উক্ত সড়ক দিয়ে চলাচল করতে জনসাধারণকে দুভোগে পড়তে হত। 1935392_1009522475751674_248901117570225816_n
উচ্ছেদ অভিযানে নেতৃত্বধানকারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌর এলাকায় এধরনের আরো অভিযান চলবে। তিনি শ্রীঘ্রই টিএনটিরোডসহ জগন্নাথপুর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভাকে নিয়ে অভিযান চালাবেন বলে জানান। উচ্ছেদ অভিযানকালে জগন্নাথপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version