Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের ইউএনও হুমায়ুন কবিরকে শিক্ষক সমাজের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস ও সর্বস্তরের শিক্ষকদের উদ্যেগে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীন, রাহুল আমীন ও অনন্ত পালের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে দেন,সিলেট পিটিআই এর সহ-সুপার একে এম ইব্রাহিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, শিক্ষক প্রতিনিধি রমেন্দ্র কুমার গোপ, রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশী কান্ত রায়, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদ্রিপ ভট্রাচার্য্য, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন,জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক,পশ্চিমভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মনির হোসেন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন শিক্ষক মোঃ নুরুল হক ও গীতা পাঠ করেন শিক্ষক সুদ্রীপ ভট্রাচার্য্য। সভায় অন্যানের মধ্যেউপস্থিত ছিলেন শিক্ষক বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়, সম্পা চন্দ, গোপাল চন্দ দাশ,বীরেন্দ্র কুমার, জালাল উদ্দিন,নজরুল ইসলাম, প্রনব দাস, আতাউর রহমান, কবির হোসেন, শরিফুর মামুন, গণেশ চক্রবর্তী,বাপ্পি রানীদে, লীনা খাতুন,তুলসী বণিক প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন বলেন, জনবান্ধন উপজেলা নির্বাহী অফিসারের বদলীতে জগন্নাথপুরবাসী মর্মাহত। বিশেষ করে প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে তাঁর অবদান জগন্নাথপুরের মানুষ মনে রাখবেন। তিনি পদোন্নতি নিয়ে নতুন কর্মস্থলে যাচ্ছেন। আমরা তাঁর সফলতা কামনা করি। সংবর্ধিত অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জগন্নাথপুরের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় ও ভাল । আমি য়েখানেই যাই জগন্নাথপুরবাসীর কথা আজীবন মনে থাকবে।

Exit mobile version